বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারী যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে রেড এলার্ট জারী করেছে। সম্প্রতি বাংলাদেশে স্বাস্থ্যঝুকি বেড়ে যাওয়া, ভারতের কোভিড ভেরিয়েন্ট বাংলাদেশে বিস্তার লাভ করা এবং অপরাধ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে রেড এলার্ট জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রীয় সরকারী ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। উল্লেখ্য লেভেল ৪ সতর্কতা ভ্রমণের জন্য সর্বোচ্চ সতর্কতা হিসাবে ধরা হয়। তথ্যসূত্রঃ https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/bangladesh-travel-advisory.html
Continue Reading