রামপালে হত্যা মামলার ২ আসামী র‍্যাবের হাতে আটক

সারাদেশ

মেহেদী হাসান (রামপাল) প্রতিনিধি বাগেরহাটঃ রামপালে রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শনিবার (১৯ জুন) র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়ার দূর্গাপুর এলাকা থেকে তাদের আটক করে। আটকৃতরা উপজেলার ডাকরা গ্রামের মোঃ সাইকুল শেখ (৩৫) ও মোঃ মিজান শেখ (৩৭)।

র‍্যাব সূত্রে খবর, রামপালের রেজাউল নামের এক ব্যক্তি খুন হলে তার স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতার করার জন্য পুলিশের পাশাপাশি র‍্যাব এর গোয়েন্দা দল ছায়াতদন্তে নামে। এরপর তাদের অবস্থান নিশ্চিত করে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে তারা র‍্যাবের জালে ধরা পড়ে।

গ্রেফতারকৃত আসামীদের রবিবার (২০ জুন) রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, র‍্যাব-৪ এর সহায়তায় ২ আসামীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইকুল শেখ হত্যার কথা স্বীকার করছে। তাদের ৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট করুন