ফিলিস্তিনের পক্ষে সমাবেশে লাখো মানুষের ঢল আমেরিকার রাজধানীতে

আন্তর্জাতিক

ইসরাইলী নিপীড়ণ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজধানী ওয়াশিংটনে সমাবেশ করেছে বিভিন্ন সম্প্রদায়ের লাখো মানুষ। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা এবং ইউ এস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনসহ বিভিন্ন মুসলিম সংগঠন এই সমাবেশের ডাক দেয়। তবে সমাবেশে সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মত।

ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইন নেভার ডাই, নো মোর অকুপেশন, উই ওয়ান্ট জাস্টিজ শ্লোগানে মুখরিত ছিল ওয়াশিংটন মেমোরিয়াল গেট। 

এ সময় বক্তারা বলেন, ১৯৪৮ সালে বেলফোর চুক্তির মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে তারা ফিলিস্তিনিদের নিজ ভুমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। অথচ আরব ভুমিতে ইসরাইলীদের কোন অস্তিত্বই ছিলনা। বিগত যুদ্ধটাও উচ্ছেদকে কেন্দ্র করে। তারা বলেন, দুটি স্বাধীন রাষ্ট্রই কেবলমাত্র এই সমস্যার সমাধান করতে পারে। এই বাস্তবতা বিশ্ব নেতৃবৃন্দকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন সমাবেশের বক্তারা।

টানা এগার দিনে ইসরাইল শিশু, নারীসহ ২৪০ জনকে হত্যা করেছে-যা কারও কাম্য নয়। নিরীহ মানুষ হত্যা করে ফিলিস্তিনিদের তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবি থেকে সরানো যাবেনা বলেও হুশিয়ারা উচ্চারণ করেন সমাবেশের নেতারা। তারা পরিষ্কার করে জানিয়ে দেন, ফিলিস্তিনিদের সঙ্গে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আছে, ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি ছেড়ে কোথাও যাবেনা।

সমাবেশ ঘুরে দেখা যায়,অংশগ্রহণকারীদের একটা বিরাট অংশ তরুন। এদের মধ্যে মধ্যপ্রাচ্যের তরুন তরুনীদের সারাক্ষণ শ্লোগামুখর সময় পার করতে দেখা যায়। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। কারণ ইসরাইল এই মারনাস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে।

লাখো মানুষের হাতে থাকা ফিলিস্তিনের পতাকায় ছেঁয়ে যায় গোটা এলাকা।

কমেন্ট করুন