মহাকাশে চীনের অকেজো রকেট লং মার্চ ৫বি, শনিবার অথবা রবিবারেই পৃথিবীতে আঘাত হানবে। কিন্তু কোথায় আগাত হানবে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না স্পেস এজেন্সির সূত্র অনুসারে।
উল্লেখ্য, চীনের ২৩ টন ওজন বিশিষ্ট, প্রায় দশতলার সমান উচ্চতার একটা রকেট যান্ত্রিক গোলযোগের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যা এই সপ্তাহান্তে পৃথিবীতে আঘাত হানবে। আমেরিকার স্পেস কমান্ড প্রতিনিয়ত এর গতিবিধির ওপর নজর রাখছে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল, পতনের সর্বোচ্চ এক ঘন্টা আগে জানা যাবে এটি কোন এলাকায় পতিত হবে।
অনেক বিজ্ঞানীই ধারনা করছেন, যেহেতু পৃথিবীর ৭০ শতাংশ সমুদ্রে পরিবেষ্টিত যার ফলে বেশীর ভাগ সম্ভাবনা সমুদ্রে পড়ার কিন্তু লোকালয়ে পড়লে এর পরিনতি হবে ভয়াবহ। রকেট যেহেতু বায়ুমণ্ডলের তাপ সহ্য করার ক্ষমতা রাখে সেহেতু অনুমান করা হচ্ছে পৃথিবীর কক্ষপথে প্রবেশের সময় বাতাসের সংঘর্ষে রকেটের খুব একটা ক্ষতি হবেনা। যার ফলে যদি লোকালয়ে পড়ে তাহলে রকেটের পতনের গতিবেগের কারনে আনবিক বোমার শক্তি সঞ্চয় করে আঘাত হানতে পারে।

দেশের সংবাদের পাঠকেরা নিচের লিংক থেকে রকেটের পতনের কক্ষপথ সম্পর্কে সরাসরি ধারনা পাবেন, যেটা আমেরিকান স্পেস এজেন্সি লাইভ আপডেট করছে।
https://aerospace.org/reentries/cz-5b-rocket-body-id-48275
ইউরোপীয় এক মহাকাশ গবেষক তার ইউটিউব চ্যানেলে রকেটটির গতিপথ সরাসরি সম্প্রচার করছে। যদিও মাঝেমধ্যেই মেঘের কারণে সম্প্রচার বিঘ্নিত হচ্ছে। নিচে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া হলো।
উল্লেখ্য, চীন অনেক আগে থেকেই চেষ্টা করছে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় যৌথ উদ্দ্যেগে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশনের মত একটা স্পেস ষ্টেশন তৈরি করার জন্য, যার আরেকটি ব্যার্থ প্রয়াস এটি। চীনের সরকার নিয়মিত বিরতিতে পরিস্থিতি সংবাদ মাধ্যমে প্রচার করছে।