লেখিকা: রিমি ভূঁইয়া, নিউইয়র্ক।
কোভিড-১৯ নিয়ে আজ লিখতে খুব ইচ্ছে করছে তাই লিখছি। হয়তো অনেকের মনে হয় এটা তেমন ভয়ংকর কোন রোগ না। কিন্তু আমার মনে হয় এর থেকে আর ভয়ংকর কোনো রোগ হতে পারে না।
আজ ১৩ মাস পর আমার বাবা শ্বশুরকে দেখতে পেরেছি। কারন ১৩ মাস আগে প্রথম আমি এবং আমার পরিবার কোভিড-১৯ এ আক্রান্ত হই। যুদ্ধ করি আল্লাহ জীবন দেন আবার আমার। কারন কোভিড-১৯ যার হয় সে বুঝে কতটা কষ্টকর। সুস্হ হয়েছি কিন্তু আমার শ্বশুর আক্রান্ত হন তিনবার সেই থেকে আর সোজা হতে পারেন নেই।
হসপিটাল আর রিহ্যাব করে এক সময় সাহসও হারিয়ে ফেলি। প্রতিটা ফোন কল খুব ভয়ংকর লাগতো। কিন্তু কিছু করার ছিলো না সব সময় মানসিক ভাবে প্রস্তুত থাকতে হতো।
এখনও আমার বাবা অসুস্হ কিন্তু যুদ্ধ করে বেঁচে আছেন। আমার শ্বশুরও কিন্তু কোনদিন আমার আব্বু থেকে কম আদর করেননি। তারও তিনটা মেয়ে কিন্তু আমাকে কোন দিন বউমা ছাড়া ডাক দেননি। আজকে কথা গুলো কেনো বলছি জানেন দয়া করে এখনও সময় আছে সাবধান হন।
কোভিড-১৯ মরনব্যাধি রোগ আমার পরিবারের মত কষ্ট যেনো কাউকে না পেতে হয়। আপন থেকে দূরে থাকার কষ্ট অনেক। দয়া করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য।