বাংলাদেশে যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে। যেখানে করোনায় মৃতের সংখ্যা প্রতি হাজার ছাড়াতে কমপক্ষে ২ থেকে ৩ মাস সময় লাগতো, এবার সেই হাজার ছাড়াতে সময় লেগেছে মাত্র ১৫ দিন।
গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আরো ৯৪ জনের মৃত্যুতে বাংলাদেশ এখন ১০,০০০ মৃত্যু দেখলো এই ভয়াল মহামারীতে। এর আগের হাজার (৮ থেকে ৯ হাজার) পৌঁছাতে সময় লেগেছিলে দুই মাস সাত দিন (৬৭ দিন)। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ন দেশ হওয়ার কারণে, দেশের মানুষ সচেতন না হলে মৃত্যুর মিছিল বেড়েই চলবে।
গত বছরের মে মাস থেকে সংক্রমণ বাড়তে থাকে যদিও সেটা নিয়ন্ত্রনের মধ্যে ছিলো। কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে যেন সব ইতিহাস মুছে নতুন করে ইতিহাস নির্মান করতে চলছে এই মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকা, চীন থেকে বার বার সতর্ক বার্তা পেয়েও বাংলাদেশ দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি না নেওয়ায় যারপরনাই হতাশ বাংলাদেশের সাধারণ জনগণ। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার বেশ কিছু বিধিনিষেধসহ ১৮দফা নির্দেশনা জারি গত ২৯ মার্চ।