করোনা আক্রান্ত রোগীর বাসায় পুলিশ এবং চিকিৎসক গিয়েছিলেন বাড়ী সিল করতে কারণ রোগীর করোনা পজেটিভ এসেছে। তারা এসে জানতে পারলেন, যার কারণে বাড়ী লকডাউন হবে, তিনি ধান কাটতে পাশের হাওড়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে জায়ফরনগর ইউনিয়নে যা মৌলভীবাজারের জুড়ী উপজেলার অন্তর্গত। গত পহেলা এপ্রিল ৬৫ বছর বয়স্ক ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সর্দি আর জ্বরে ভুগছেন ভেবে যেখানে তার করোনা পরীক্ষা করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে বেলা ১১টার দিকে তার বাড়ী লকডাউন করতে পুলিশ এবং চিকিৎসকের একটি দল তার বাড়ীতে গিয়ে জানতে পারেন তিনি ধান কাটতে গেছেন হাকালুকি হাওড়ে।
পরে পরিবারের একজন সদস্যকে দিয়ে তাকে ডেকে আনা হয় এবং বাড়ীতে লাল পতাকা উড়িয়ে, ১৪ দিনের জন্য লকডাউন করা হয়।