নগরকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবসে গণকবরে শ্রদ্ধা ও আলোচনা সভা

সারাদেশ

মিজানুর রহমান – নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুরের নগরকান্দায় গণকবরে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এছাড়াও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে এ কর্মসুচীর আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার কোদালিয়া গ্রামের গণকবর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ হাবিল হোসন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, যুদ্ধকালিন কমান্ডার আলতাপ হোসেন খান, অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শওকত মোল্যা প্রমূখ।

কমেন্ট করুন