মিজানুর রহমান – নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন এই স্লোগান সামনে রেখে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা দুর্নীতি দমন নগরকান্দা শাখার উদ্যোগে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন নগরকান্দা শাখার সদস্য রোজিনা ইসলাম এর পরিচালনায় দুর্নীতি দমন কমিশন নগরকান্দা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপশ শাঁখারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র খাদিজা বেগম, শহিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ডাংগি ইউনিয়নের চেয়ারম্যান কালাম কাজি সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।