রামপালে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-সন্তান আহত

সারাদেশ

মেহেদী হাসান – রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ শিউলী বেগম (৩৫) ও তার স্বামী আলমগীর হোসেন (৪৮) আহত হয়েছেন।

আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আলমগীরের সাথে তার সৎ ভাইয়ের ছেলেদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার বাড়িতে দলবদ্ধভাবে প্রবেশ করে হামলা করে। তারা আলমগীরের শিশু কন্যা সাদিয়া খাতুন (৮) কে মারপিট করে।  হামলাকারীরা হলেন, সাইফুল্লাহ শেখ, মো. বাকী বিল্লাহ, মো. ইসমাইল হোসেন স্টাম, শেখ রিয়াদসহ ৮ জন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিপক্ষরা তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

কমেন্ট করুন