এটা কোনো মাজারের ভিতরে ছিটিয়ে থাকা টাকার ছবি নয়। ভুল করে পকেট থেকে পরে যাওয়া কারো টাকাও নয়। এটা হলো একজন সাধারণ মানুষের মানবতা মিশ্রিত টাকা।
গত কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেশ কিছু এলাকা প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত হয়ে পরে। বিদ্যুত নেই, পানি নেই। মি. বনি বালডেজের ছোট একটা স্টোর আছে টেক্সাসের সান আন্তোনিওতে। মি. বনি রাতের বেলা দোকান বন্ধ করে যাওয়ার সময় হঠাৎ চিন্তা আসলো – এই দুঃসময়ের রাতে কেউ যদি পানির জন্য পিপাশার্ত হয়- তাহলে কি করবে। কোথায় পানি পাবে! এটা মনে করে- তিনি দোকানের বাহিরে বেশ কয়েক কেইস পানির বোতল রেখে গেলেন।
সকাল বেলা দোকান খুলতে এসে মি. বনি দেখেন- গত রাতে দোকানের সামনে রেখে যাওয়া পানির বোতল একটিও নেই। তিনি মনে মনে খুশি হলেন এই ভেবে যে, পিপাসার্ত মানুষদের নিশ্চয়ই পানির তৃষ্ণা মিটেছে। রাতে বুদ্ধি করে এগুলো এভাবে রেখে না গেলে অনেকেই পিপিসায় কষ্ট পেতেন।
এরপর তিনি স্টোর খুলেতে গেলেন। সে যে আরো অবাক কাণ্ড! দোকানের ভিতরে এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য ডলার। আর বনির জন্য অসংখ্য ধন্যবাদ কার্ড। দরোজার ফাঁক দিয়ে সবাই এগুলো দিয়ে গেছেন। গুনে দেখলেন ৬২০ ডলার আছে। যা বাহিরে রেখে যাওয়া সবগুলো পানির মুল্যের চেয়েও অনেক বেশী। মানে হল সবাই পানির বোতলের চেয়ে বেশি মূল্যই দিয়েছেন। আর ফ্রি পেয়েছে বলে- কেউ প্রয়োজনের চেয়ে বেশি একটা পানির বোতলও নিয়ে যায়নি।
এটাই মানবতা, এটাই ধর্ম, এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা।
আর, এই ভালোবাসাই মানুষের সাথে মানুষের বিশ্বাসের সেতুবন্ধন তৈরি করে। এই বিশ্বাস আর ভালোবাসার আস্থাতেই উন্নত বিশ্বের দেশগুলোকে সুন্দর করে রেখেছে।
জনাব আরিফ মাহমুদের ফেসবুক ওয়াল থেকে নেওয়া ।